*প্রশ্ন: চার রাকাআত সুন্নাত নামাজে তিন রাকাআত নামাজ পড়ে বসে গেলে কি করণীয়?*
*উত্তর:* যেকোন চার রাকাআতি নামাযে তৃতীয় রাকাতের পর কেউ যদি ভুলবসত বসে যান এবং অল্প সময় তথা তিন তাসবীহ পরিমাণের চেয়ে কম সময় অবস্থান করার পর ভুল বুঝতে পেরে দাঁড়িয়ে যান, তাহলে তার নামাযের কোন ক্ষতি হবে না এবং সাহু সিজদাহও ওয়াজিব হবে না।
আর যদি তিন তাসবীহ পরিমাণ অবস্থান করার পর মনে পড়ে, তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে যাবেন এবং সাহু সিজদা আদায় করবেন। কেউ যদি ভুলবশত সালামও ফিরিয়ে ফেলেন এবং তারপর মনে পড়ে, তাহলে তিনি যদি কিবলামুখী থাকেন, আর নামাজ ভঙ্গের কোন কারণ না ঘটান, তবে দাঁড়িয়ে আরেক রাকাআত পড়ে সাজদা সাহু করলেও নামায আদায় হয়ে যাবে। আর যদি কিবলাহ থেকে ঘুরে যান, বা নামাজ ভঙ্গের কোন কারণ সংগঠিত হয়, তবে এ নামাজ ভঙ্গ হয়ে গেছে, নতুন করে চার রাকাআত পড়তে হবে।
(আদ্দুররুল মুখতার ১/৪৬৯; রদ্দুল মুহতার ১/৫০৬)
*উত্তর প্রদানে:*
_মাওলানা খায়রুল হুদা খান_।
_ইমাম ও খতিব শাহজালাল ম্যানচেস্টার মসজিদ ইউকে।_