আগামীকাল ৫ আগস্ট লংমার্চ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

 

 নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৬ আগস্ট) এর ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আগামীকাল সোমবার (৫ আগস্ট) করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে এই কর্মসূচী ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।
বলা হয়, প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করা হয়েছে। চুড়ান্ত জবাব দেয়ার সময় এসে গেছে। আগামীকালের মধ্যেই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাজপথে অবস্থান নেয়ারও আহ্বান জানানো হয়। 



Post a Comment

Previous Post Next Post